
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণরা ঢাকায় অনুষ্ঠিত ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ সম্মেলনে অংশগ্রহণ করে জলবায়ু সংকট মোকাবেলায় উদ্ভাবনামূলক চিন্তা, স্থায়ীত্বশীলতা এবং নেতৃত্বের মাধ্যমে নতুন অঙ্গীকার ঘোষণা করেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত এই দুই দিনব্যাপী সম্মেলনে এক হাজারেরও বেশি তরুণ-তরুণী বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিল জাতীয় ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং ক্লাইমেট হ্যাকাথন। এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ইয়ুথনেট গ্লোবাল, বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচ এবং গ্লোবাল ইয়ুথ চেঞ্জমেকারস।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের প্রধান এ.কে.এম সোহেল। তিনি বলেন, “আজকের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব ভবিষ্যতের নিরাপদ পৃথিবী গড়তে অপরিহার্য।”
সম্মেলনের সমাপ্তি লগ্নে ৬০০ প্রতিযোগীর মধ্যে থেকে ১৩টি ক্যাটাগরিতে ১০৩ জন বিজয়ীকে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কারের অনুষ্ঠান ছিল আনন্দ এবং গর্বে পরিপূর্ণ, যেখানে তরুণরা প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের জলবায়ু আন্দোলনকে আরও শক্তিশালী এবং টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যেতে।
The post ক্লাইমেট হোপ বাংলাদেশ: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তারুণ্যের আশা appeared first on Ctg Times.