বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ দিয়ে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ডেভিড বুন। এই ম্যাচটি হবে তার শেষ ম্যাচ রেফারি হিসেব। তার অসাধারণ সফরকে স্মরণীয় করে রাখতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তিকে সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে, বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ডেভিড বুনের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন, যেন এই কিংবদন্তির অবদানের প্রতি সম্মান জানানো হয়।

খেলেয়াড়ি জীবনে তার পরিচিতি ছিল ‘তাসমানিয়ান টাইগার’ নামে। তাসমানিয়ার প্রিয় সন্তান অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন প্রায় এক যুগ। ৬৫ বছর বয়সী ডেভিড বুন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব অর্জন করেন।

২০১১ সালে, বুলাওয়ে শহরে প্রথম ম্যাচ পরিচালনার মাধ্যমে ম্যাচ রেফারি হিসেবে তার যাত্রা শুরু হয়, আর বিদায়ের মুহূর্তেও সেই একই জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে থাকবেন।

চল্লিশোর্ধ্ব এই ক্যারিয়ারে, ডেভিড বুন ১৮৩টি ওয়ানডে, ১১৯টি টি-টুয়েন্টি এবং ৭টি মেয়েদের টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। আজকের টেস্ট ম্যাচটি হবে তার ৮৭তম এবং এই ভূমিকায় তার শেষ উপস্থিতি।

The post চট্টগ্রাম টেস্টে বিদায়ী সম্মানা পেলেন তাসমানিয়ান টাইগার appeared first on Bangladesher Khela.