ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ শিরোপার রেকর্ডটি এতদিন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০ শিরোপা নিয়ে সবার উপরে থাকা ইউনাইটেডকে এবার ছুঁয়ে ফেলল লিভারপুল। গত রাতে টটেনহামকে উড়িয়ে দিয়ে এবারের মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে নতুন ইতিহাস লিখল ‘অল রেডরা’। ২০ শিরোপা জিতে ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ী দল এখন লিভারপুল।
এদিন শিরোপা উৎসবের সব প্রস্তুতি নিয়ে মাঠে নামা লিভারপুল শুরুতে হোঁচট খেলেও শেষ হাসি হেসেছে তাদেরই। ডমিনিক সোলাঙ্কের গোলে পিছিয়ে পড়ার পর রীতিমতো ঝড় তুলে টটেনহাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চার ম্যাচ বাকি থাকতে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে অলরেডরা।
এই জয়ের মাধ্যমে লিভারপুল ছুঁয়ে ফেলেছে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। দুই দলেরই এখন ২০টি লিগ শিরোপা।
গোল খাওয়ার চার মিনিট পর লুইস দিয়াজের গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর একে একে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার, কডি গাকপো এবং মোহাম্মদ সালাহ গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। একটি আত্মঘাতী গোল যুক্ত হয়ে লিভারপুলের জয় হয় বড় ব্যবধানে।
চলতি মৌসুমে ২৮ গোল করা সালাহ প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন। তিনি পেছনে ফেলেছেন ম্যানসিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে।
লিভারপুলের কোচ আর্নে স্লট নিজের প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জয়ের তালিকায় নাম লেখান মরিনহো, আনচেলত্তি, পেল্লেগ্রিনি ও কোন্তের পাশে। সাফল্যে আপ্লুত স্লট বলেন, ‘কিছু জেতা সবসময় বিশেষ। কিন্তু প্রথমবার জেতা আরও বেশি বিশেষ, বিশেষ করে এমন একটি ঐতিহ্যবাহী ক্লাবে।’
The post রেকর্ড ছোঁয়া প্রিমিয়ার লিগের শিরোপা উৎসব লিভারপুলের appeared first on Bangladesher Khela.