
৮৯ রানে জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। দুটি উইকেট ভাগাভাগি করেছেন অভিষিক্ত তানজিম সাকিব ও তাইজুল ইসলাম।
বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম আঘাত হানে ম্যাচের ১১তম ওভারে। যদিও অষ্টম ওভারেই উইকেট তুলে নেওয়ার মোক্ষম সুযোগ এসেছিল টাইগারদের সামনে। এ সময় মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ তুলে দেন বাঁহাতি বেন কুরান। কিন্তু সাদমান ইসলাম সহজ ক্যাচও নিতে পারলেন না। জীবন পান কুরান।
জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন আজকের ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হওয়া তানজিম সাকিব। নিজের চতুর্থ ওভারের তৃতীয় বলে ব্রায়ান বেনেতকে জাকের আলীর ক্যাচ বানান তিনি। বেনেত ফিরেন ৩৩ বলে ২১ রান করে।
কুরানও কাটা পড়েন সেই ২১ রানে। যদিও এর আগে নিক ওয়েলচের সঙ্গে জুটি বেধে অর্ধশত রান পার করে জিম্বাবুয়ে। কুরানের উইকেটটি নেন তাইজুল ইসলাম, টম কুরান ও স্যাম কুরানের এ ভাই সরাসরিই বোল্ড হন।
নামের পাশে ৩২ রান নিয়ে ওয়েলচ ও ৬ রান নিয়ে শন উইলিয়ামস লাঞ্চ বিরতিতে গেছেন।
খুলনা গেজেট/এমএম
The post জিম্বাবুয়ের দুই উইকেট নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.