
“দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌকি আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এরশাদুল আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনজীবীরা।
র্যালি শেষে উপজেলা চৌকি আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও সভাপতি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের বিশেষ লিগ্যাল এইড কমিটির সভাপতি এ.এস.এম আনিসুল ইসলামের সভাপতিত্বে গৌরীপুর আদালতের সহকারী জজ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, আইনজীবী সমিতির সমিতির বিজ্ঞ আইনজীবী এডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, এডভোকেট সাইফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহবান জানান।
The post ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.