: বা রে হতভাগা, বাহ! তোর আর দোষ দিই কী করে, এমনটাই হয়। তবে ভুল করছিস। সাবধান হয়ে যা। সামনে তোর সোনার মতো চকচকে ভবিষ্যৎ। কোনোক্রমে যেন ব্যাহত না হয়। আর মায়া বাড়াস না ভাই, খবরদার, বলে দিলাম। আচ্ছা ভালো কথা, একটা কথা বল তো আমাকে, সে এনগেজড কি না, কাউকে ভালোবাসে কি না, খবর নিয়েছিস?

Leave a Reply