
ম্যাচের অতিরিক্ত সময়ে খেলা বাকি ছিল মাত্র চার মিনিট। দুই দলেই পেনাল্টি শুটআউটে পরিকল্পনা সাজাচ্ছিল। তবে মদ্রিচের পাস বুঝতে পানেননি ব্রাহিম। তাতেই কপাল পুড়ল লস ব্লাঙ্কোসদের। বল পেয়ে কাজে লাগালেন কুন্দে। ডি বক্সের বাইর থেকে নেয়া শর্ট কোর্ডেয়াকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। তখন উদযাপনে কাতালানরা। ইয়ামাল-রাফিনিয়া-পেদ্রিদের নিশ্চিত হয় চলতি মৌসুমের দ্বিতীয় শিরোপা। ট্রেবল জয় থেকে এখন কেবল এক পা দূরে… বিস্তারিত