বাগেরহাটের মোড়েলগঞ্জের শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের ম্যানেজিং (এডহক) কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এতে মোড়েলগঞ্জ ফোরামের আহবায়ক ও খুলনাস্থ বাগেরহাট ফোরামের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মো: নাছির উদ্দিন খানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল)) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, ইরানী খানম অভিভাবক প্রতিনিধি ও মো. সাকাওয়াত হোসেন সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

The post শহীদ শেখ রাসেল বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নাছির উদ্দিন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Leave a Reply