বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতি খোঁজে পূর্বাচলে স্টেডিয়ামে নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশী কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরণের নথি তলব করে বিসিবিতে দুদকের চিঠি।
একযুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিলো নাজমুল হাসান পাপনের। সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা।

পাপনের অবৈধ সম্পদের অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালের দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশী কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরে খরচসহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরণের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবারাহ করতে বলা হয়েছে।

The post পাপনের দুর্নীতি খোঁজে বিসিবিতে দুদকের চিঠি appeared first on Bangladesher Khela.