
আগামী মে মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এফটিপি অনুযায়ী এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। জিম্বাবুয়ে সিরিজ শেষেই পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।
পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগামী ৫ মে থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ১০ দিনের মতো চলবে এই ক্যাম্প। আবহাওয়া এবং সফরের ধকল এড়াতে পুরো ক্যাম্পই ঢাকায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর টাইগাররা উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মোহাম্মদ ওয়াসিমদের বিপক্ষে এই সিরিজটি আইসিসির প্রদত্ত এফটিপির বাইরে।
বিসিবির সূত্র থেকে জানা গেছে, আরব আমিরাতের বিপক্ষে ১৮ ও ২০ মে দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে খেলা শেষ করে পাকিস্তানের উদ্দেশে আমিরাত ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ২১ মে শুরু হয়ে এই সিরিজ চলবে ৪ জুন পর্যন্ত। প্রথম দুই ম্যাচ ফয়সালাবাদে। পরের তিন ম্যাচ হবে লাহোরে।
পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির কোচ হিসেবে কাজ করতে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বাংলাদেশের ডাগআউটে নেই মুশতাক আহমেদ। তবে নিজ দেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজে টাইগারদের সঙ্গে তিনি থাকবেন বলে সূত্রটি জানিয়েছে।
পিএসএল শেষ হবে ১৮ মে। এর পরপরই শুরু হবে পাকিস্তান সিরিজ। সিরিজে টাইগারদের ডাগআউটে থাকার কথা থাকলেও ৫মে থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে থাকতে পারবেন না মুশতাক। পাকিস্তান সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন নতুন পেস বোলিং কোচ। দৌড়ে সবচেয়ে এগিয়ে উমর গুল।
এদিকে, পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে আসন্ন সিরিজের আগে অন্যতম বড় সমস্যা অধিনায়কত্ব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হলেও জাতীয় দলে তিনি নিয়মিত নন। জানা গেছে, আগামীকাল (২৯ এপ্রিল) অনুষ্ঠিতব্য বিসিবির বোর্ড মিটিংয়ে এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।
আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও পাকিস্তানের বিপক্ষে ফিরতি সিরিজের দিনক্ষণও জানা গেছে। আগামী ২০, ২২ এবং ২৪ জুলাই মাঠে গড়ানোর কথা রয়েছে এই সিরিজের তিনটি টি-টোয়েন্টি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে এই দুই সিরিজ খেলবে টাইগাররা। এরপর শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ৬ টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে শান্তর দল। আসন্ন এশিয়া কাপও হবে টি-টোয়েন্টিতে। তাই এই ফরম্যাটে ব্যস্ত সময়ই কাটতে যাচ্ছে টাইগারদের।
The post পাকিস্তান ও আমিরাত সিরিজের আগে ১০ দিনের ক্যাম্প বাংলাদেশের appeared first on Bangladesher Khela.