চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলাকালীন সময়ে ময়মনসিংহ শহরে যানজট নিরসনে ব্যতিক্রমী ভূমিকা রাখছে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ। পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে শহরের যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

বিশেষ করে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামের নিরলস পরিশ্রম ও মেধাবী পরিকল্পনার ফলে শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিনি প্রতিদিন সকাল থেকেই মাঠে থেকে স্ব-শরীরে ট্রাফিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে গঠিত দ্রুত সাড়া দল (Quick Response Team) তাৎক্ষণিকভাবে যানজটের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে এবং সেখানকার রিকশা ও ব্যক্তিগত যান চলাচল সীমিত রাখা হয়েছে। বিকল্প রুট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে চালকদের। পাশাপাশি মাইকিং, ব্যানার ও লিফলেটের মাধ্যমে পরীক্ষার সময় সচেতনতা প্রচারণা চালানো হয়েছে। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীরা যেন কোনো ধরণের বিড়ম্বনায় না পড়ে। এজন্য পরীক্ষার দিন গুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছি। জনগণের সহযোগিতায় আমরা যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছি।” শহরবাসী, পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

অনেকেই জানান, প্রতি বছর পরীক্ষার সময়ে যানজট বড় সমস্যা হয়ে দাঁড়াতো। এবার ট্রাফিক বিভাগের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। এদিকে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ জানিয়েছে, এসএসসি পরীক্ষার পুরো সময়জুড়ে এ ধরনের কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও জাতীয় ও স্থানীয় যেকোনো বড় পরীক্ষার সময় একই মডেলের ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। পরিশেষে, ময়মনসিংহের সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মীদের শহরবাসী ধন্যবাদ জানিয়েছেন।

The post এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ময়মনসিংহে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Leave a Reply