চারঘাট প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় চারঘাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) এর আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত, পবিত্র কোরান তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
চারঘাট উপজেলা (পিএফজি) কো- অরডিনেটর সনি আজাদের সঞ্চালনায় ও সুশাসনের জন্য নাগরিক-সুজন চারঘাট উপজেলার সভাপতি কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান।
সভায় শুভেচ্ছা বক্তব্য, সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর রাজশাহী জেলার কো- অরডিনেটর এস এম শফিকুর রহমান। তিনি সংলাপের ১১টি ঘোষণাপত্র পাঠ করেন।
সংলাপে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা জামায়েতের সেক্রেটারি আইয়ুব আলী, রাজশাহী পূর্ব জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজহরি দাস, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি ফজলুর রহমান, চারঘাট মহিলা কলেজের শিক্ষক এখলাক হোসেন, চারঘাট মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান, পুরোহিত কৃষ্ণ কুমার, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি ষষ্ঠী পাহাড়িয়া, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট রিপোর্টাস ইউনিটির সভাপতি ওবাইদুল ইসলাম রবিসহ উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, সাংবাদিক, পুরোহিত, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
The post চারঘাটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত appeared first on সোনালী সংবাদ.