গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ ( উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা চত্বরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ফজলুর রহমান, আল ফুয়াদ প্রমুখ।
The post গোমস্তাপুরে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ appeared first on সোনালী সংবাদ.