স্টাফ রিপোর্টার: রাজশাহী কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং শওকত আলীকে সদস্যসচিব করে এই কমিটি গঠিত হয়।
রোববার রাতে নগরীর একটি রেস্তোরায় রাজশাহী কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় রাজস্ব রোর্ড-এনবিআরের অবসরপ্রাপ্ত সদস্য ড. খন্দকার ফেরদৌস আলম, অবসরপ্রাপ্ত কর কমিশনার আবুল কালাম, উপ-কর কমিশনার আলী আশরাফ ও উপ-কর কমিশনার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক। রাজশাহী কর অঞ্চলের প্রয়াত সদস্যদের আত্মার সাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আনোয়ার হোসেন।
The post রাজশাহী কর বিভাগের অবসরপ্রাপ্তদের আহ্বায়ক কমিটি গঠিত appeared first on সোনালী সংবাদ.