

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দ্বন্দে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।”সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটি কলাপাড়া, পটুয়াখালী এর আয়োজনে র্যালীটি আদালত চত্বর থেকে শুরু হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আদালত ভবনের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায় ও সিনিয়র সহকারী জজ মো. আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, কলাপাড়া আইনজীবী কল্যান সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী মোঃ আবুল হোসেন, সহকারি সরকারি কৌশলী(এজিপি) অ্যাড. মেহেদী হাসান রুবেল প্রমুখ।এছাড়াও কলাপাড়ায় কর্মরত সকল আইনজীবী সদস্য, আইনজীবী সহকারী, গণমাধ্যম কর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ এ র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
The post কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.