
ব–হু কাল আগের কথা। কতকাল আগে? তা পাঁচ হাজার বছর তো হবেই। পৃথিবীর মানুষ তখন সভ্য হয়ে উঠতে শুরু করেছে। বর্তমান ইরাকের দক্ষিণ-পশ্চিম দিকের সুমের এলাকার মানুষ গড়েছিল সেই সভ্যতা। গড়েছিল নতুন নতুন শহর আর কত্ত বড় সব দালানকোঠা! তো, অমন একটা শহরের নাম ছিল উরুক।