
এক সময় চাশিল্প ছিল দেশের প্রধান অর্থ আয়কারী খাত। রপ্তানি করে সবচেয়ে বেশি আয় হতো এই শিল্প থেকে। সেই চাশিল্পকে পেছনে ফেলে তার স্থান দখল করে নিয়েছিল তৈরি পোশাক শিল্প খাত’। বেশ দাপটের সঙ্গেই এই শিল্প দেশের প্রধান অর্থ আয়কারী শিল্প হিসেবে প্রথম স্থান দখল করে রেখেছে দীর্ঘ সময় ধরে। কিন্তু নানা কারণে দেশের তৈরি পোশাক শিল্প এখন ঝুঁকির মুখে পড়েছে।
নিট শিল্পের অন্যতম প্রধান জেলা নারায়ণগঞ্জে গত… বিস্তারিত