খরায় পুড়ছে দেশ। সঙ্গে তপ্ত বাতাস। একটু পানির জন্য হাহাকার করছে মানুষ। স্বস্তি নেই সকল প্রাণীকুলে। এমন অবস্থায় নিজ অর্থায়নে সীমান্তবর্তী রাজশাহীর বাঘা উপজেলার এক গ্রাম থেকে আরেক গ্রামে পানি নিয়ে ছুটে যাচ্ছেন আনছার সদস্য সাগর আলী।
সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৪-টার দিকে সাগর আলীকে আড়ানী পৌসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মোড়ে বিভিন্ন বাড়িতে পানি সরবরাহ করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে,… বিস্তারিত