জাহিদ হাসান মিলু,জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম এর রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আয়োজনে জিংক ধানের সম্প্রসারণের জন্য শস্য ভেলু চেইন এক্টরদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ উপজেলার মহিলা ডিগ্রি কলেজের হল কক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চেম্বার অফ কর্মাসের সদস্য জিল্লুর রহমান, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর কোঅর্ডিনেটর-সীড সিস্টেমস এন্ড মার্কেটিং কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবর রহমান, রিএক্টস-ইন প্রজেক্ট এর প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, ইএসডিও’র পিসি মো. কামরুল ইসলাম সহ অনেকে।
আলোচনা সভায়, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, এর উৎপাদন প্রযুক্তি বিষয়ে ও বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হলেও এসব জাতের ধানের চাষাবাদ আরও বৃদ্ধির জন্য পীরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ধান-চাল ব্যবসায়ী, চাল উৎপাদনকারী হাস্কিং মিল ও অটো মিল মালিক, কৃষক নেতাসহ ধান উৎপাদনকারী কৃষকদের নিয়ে আলোচনা করা হয়।
রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি আরডিআরএস বাংলাদেশ ও ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আরও জানান, হারভেস্টপ্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যেও বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থেরও উন্নতি করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর ডালের সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে বলেও জানান তারা।
The post পীরগঞ্জে জিংক ধানের চাষ সম্প্রসারণে শস্য ভেলু চেইন এক্টরদের নিয়ে আলোচনা সভা appeared first on Ctg Times.