চোখের জল গড়িয়ে পড়ছে মেয়েটার। কারণ, সুখের আশায় যৌনকর্মীর জীবন থেকে বেরিয়ে এলেও এখনও তিনি বন্দী। ভালোবাসার মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। অবিশ্বাসের দোলাচলে দানা বেঁধেছে সন্দেহের পাহাড়। ভালোবাসার মানুষ খুঁজে পেলেও অন্ধকার অতীত তাকে বারবার পেছনে টেনে নিয়ে যায়। 
এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন অহনা রহমান। নাটকের নাম ‘বন্দী’। যেখানে অহনার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন আবু… বিস্তারিত