বিশ্ব ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা অফিসিয়াল ম্যাচের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশীয় ফুটবলের ঐতিহ্যবাহী আসর ফেডারেশন কাপের ফাইনাল ৯০ মিনিটের বদলে শেষ হলো ৮ দিন পর! বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাইলজের এক অনন্য ধারার সুবাদেই এই ঐতিহাসিক ঘটনার জন্ম।
গত ২২ এপ্রিল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে মাঠে গড়ায় ফাইনাল ম্যাচটি। তবে কালবৈশাখী ঝড় এবং পরে আলোকস্বল্পতার কারণে ম্যাচটি বন্ধ হয়ে যায় অতিরিক্ত সময়ে গিয়েও। খেলা তখনও ১৫ মিনিট বাকি। ঠিক সেই জায়গা থেকেই খেলার বাকি অংশ মাঠে গড়ায় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায়।

এই বিরল ঘটনার মধ্য দিয়ে ফেডারেশন কাপের এই ফাইনাল এখন ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়জুড়ে চলা অফিসিয়াল ম্যাচ। সময়ের হিসেবে ম্যাচটি স্থায়ী হয় ৮ দিন ১৫ মিনিট। এই রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ সালে ইউক্রেনের দিনপ্রো-১ বনাম এফসি অলেক্সান্দ্রিয়ার ম্যাচের ৪ ঘণ্টা ৩৬ মিনিটের রেকর্ডকেও।

ইউক্রেনের সেই ম্যাচে রাশিয়ান বিমান হামলার আশঙ্কায় খেলা বন্ধ হয়েছিল, বাজানো হয় ‘এয়ার সাইরেন’। খেলোয়াড়রা আশ্রয় নেন ড্রেসিংরুমে। তবে ম্যাচটি একদিনেই শেষ হয়েছিল, যদিও সময় লেগেছিল প্রায় পাঁচ ঘণ্টার কাছাকাছি।

অন্যদিকে বাংলাদেশের এই ম্যাচে সময়ের পরিসংখ্যান গুনলে তা চলে গেছে প্রায় ১৭০ ঘণ্টায়, যদিও খেলা হয়নি টানা। তবে নিয়মিত অফিসিয়াল ফিক্সচারের অংশ হিসেবে এবং খেলার একই পর্ব থেকে পুনরায় শুরু হওয়ায় এটি আনুষ্ঠানিকভাবেই ইতিহাসে জায়গা করে নিচ্ছে।
ফুটবল বিশ্লেষকরা বলছেন, এ এক বিরল ঘটনা, যেখানে স্থানীয় একটি বাইলজ বদলে দিয়েছে ফুটবল ইতিহাসের রেকর্ড বই। বাফুফের নিয়ম অনুযায়ী, প্রাকৃতিক বা অন্যান্য কারণে খেলা বন্ধ হলে তা পুনরায় শুরু হবে সেখান থেকেই, পুরো ম্যাচ নতুন করে শুরু হবে না।

ফুটবলে এমন দীর্ঘ বিরতি নিয়ে খেলা হওয়ার নজির খুব কমই আছে। ১৯৪৬ সালে স্টকপোর্ট কাউন্টি ও ডনকাস্টার রোভার্সের মাঝে হওয়া এক ম্যাচে অতিরিক্ত সময়ে ‘সাডেন ডেথ’ পদ্ধতিতে খেলা চলেছিল ৩ ঘণ্টা ২৩ মিনিট, যেখান থেকে গোল্ডেন গোল নিয়মের ধারণা আসে।

সেসময় পেনাল্টি শ্যুটআউটের নিয়ম ছিল না। তাই ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পরবর্তীতে গোল না হওয়া পর্যন্ত খেলা চলে। সেটা ছিল ১৯৪৬ সালে। তাই ১২০ মিনিটের পর ‘পরের গোল না হওয়া’ পর্যন্ত খেলা চলতো।

তবে অনানুষ্ঠানিক খেলার কথা বিবেচনায় আনলে সবচেয়ে দীর্ঘ ম্যাচটি হয়েছিল ২০১৯ সালে, ওয়েলসের এক প্রীতি ম্যাচে, যা চলেছিল ১৬৯ ঘণ্টা। তবে সেটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এক আয়োজন (ওই ম্যাচে খেলোয়াড়দের মাঝপথে ঘুমানোর ব্যবস্থাও ছিল)।

The post ফুটবল ইতিহাসের দীর্ঘতম ম্যাচের বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ! appeared first on Bangladesher Khela.

Leave a Reply