ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ফাইনাল সমতুল্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহামেডানের শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয় শেষদিকে এসে।প্রথমে ব্যাট করে মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৪০ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভার ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের চতুর্থ বলেই উইকেট হারায় আবাহনী। তবে দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও জিশান আলমের জুটি দলকে সামাল দেয়। জিশান ৫৫ ও ইমন করেন ২৮ রান। এরপর কিছুটা চাপের মুখে পড়লেও মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিথুনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে দলটি।
পঞ্চম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন মিথুন ও মোসাদ্দেক। মিথুন ৭১ বলে ৬০* এবং মোসাদ্দেক ৫২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। এই জুটিতেই আসে শিরোপা নির্ধারণী জয়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে মোহামেডান। ওপেনার রনি তালুকদার ও তৌফিক খানের ব্যাটে আসে ৮ ওভারে ৫০ রান। রনি খেলেন ৪৭ বলে ৪৫ রানের ইনিংস। তবে মাঝের সময়টায় নিয়মিত উইকেট হারায় মোহামেডান।
মধ্যভাগে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলামের ফিফটি তাদের দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। রিয়াদ করেন ৬২ বলে ৫০ এবং আরিফুল করেন সমান রান। তবে শেষ দিকে রান বাড়াতে না পারায় থেমে যায় দলীয় স্কোর ২৪০ রানে।
শেষ পর্যন্ত, অভিজ্ঞতা আর চাপ সামলানোর দক্ষতায় আবাহনী আবারও প্রমাণ করল কেন তারা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এক পরাশক্তি। তিনবারের টানা চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড বইয়েও জায়গা করে নিলো তারা।
The post মোহামেডানের স্বপ্ন ধূলিস্যাৎ, ডিপিএলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী appeared first on Bangladesher Khela.