সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি বলেন, জব্দকৃত ফ্ল্যাটের দেখভালের জন্য রিসিভার নিয়োগেরও অনুমতি দেওয়া হয়েছে।
এদিন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম একটি আবেদন দাখিল করেন, যেখানে একটি ফ্ল্যাট ক্রোক বা জব্দ এবং রিসিভার নিয়োগের আদেশ চাওয়া হয়।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সায়মা ওয়াজেদ তার স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগেই যদি এসব সম্পত্তি স্থানান্তর হয়ে যায়, তাহলে চলমান অনুসন্ধানে বাধা সৃষ্টি হতে পারে এবং তদন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এবং তদন্ত চলাকালীন সম্পত্তি হস্তান্তর বা মালিকানা পরিবর্তন ঠেকাতে ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ প্রদান আবশ্যক বলে দুদকের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
খুলনা গেজেট/এএজে
The post পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.