শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় গারো পাহাড়সংলগ্ন অঞ্চলে পুলিশের বিশেষ অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পরিচালিত এই অভিযানে জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
থানা সূত্রে জানা যায়, সোলার ফ্যান্সিং কন্ট্রোল রুমের পাশে মদ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যায়। তাদের শনাক্তে অভিযান চলছে।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান চালানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার দীর্ঘদিনের সমস্যা, পুলিশি অভিযান এ বিষয়ে সচেতনতা ও প্রতিরোধে সহায়ক হবে বলে তারা আশাবাদী।
The post শেরপুরে পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.