গত আসরে (২০২৪) কানের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতে সাড়া ফেলে দেয় ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি। এটাই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বর্ণপামের জন্য মনোনীত হওয়া প্রথম ভারতীয় নারী তিনিই। তার হাত ধরেই প্রায় ৩০ বছর পর কোনও ভারতীয় ছবি কান উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছিলো।
সেই আলোর রেখা না মুছতেই এবারের আসরেও আলোকবর্তিকা হয়ে ধরা… বিস্তারিত