
গত ২২ এপ্রিল প্রাকৃতিক দুর্যোগ ও আলোকস্বল্পতার কারণে ফেডারেশন কাপের ফাইনালের ম্যাচটি ১-১ অবস্থায় স্থগিত করা হয়। অবশেষে আজ মঙ্গলবার ম্যাচের শেষ ১৫ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হয়, যেখানে কোনো দলই আর গোল করতে পারেনি। ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের বীরত্বে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখল কিংস।
ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে ৫-৩ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কিংস।
এদিন ফাইনালে নাটকীয়তা, উত্তেজনা ও বিতর্কে ভরা ফেডারেশন কাপের ফাইনালে টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ হয়ে ওঠেন ম্যাচের নায়ক।
নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে কিংসের জোনাথন ফের্নান্দেস, শেখ মোরসালিন, তপু বর্মন, ইনসান আলি ও দেসিয়েল এলিস দস সান্তোস গোল করেন। আবাহনীর পক্ষে সফল শট নেন রাফায়েল অগাস্তো, সবুজ হোসেন ও মিরাজুল ইসলাম। তবে ম্যাচ ঘুরে যায় শ্রাবণের দুটি দুর্দান্ত সেভে।
আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো উদযাপন করে আলোচনায় আসেন শ্রাবণ, যখন তিনি এমেকা ওগবাহ’র শট ঠেকিয়ে দেন। পরে মিরাজুলের প্রথম শট ঠেকালেও, গোলরক্ষকের আগেভাগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসার অভিযোগে পুনরায় শট নিতে বলা হয়। দ্বিতীয়বার শটটি গোলে পরিণত হলেও আবাহনীকে শেষ রক্ষা করতে পারেনি।
এই জয়ে বসুন্ধরা কিংস টানা দ্বিতীয়বারের মতো এবং সব মিলিয়ে চতুর্থবার ফেডারেশন কাপের শিরোপা জিতল। অন্যদিকে ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর শিরোপা খরা চললো আরও দীর্ঘ সময়।
The post ১৫ মিনিটের ফাইনাল শেষে টাইব্রেকারে শিরোপা কিংসের appeared first on Bangladesher Khela.