
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি মৌসুমের শেষ দিনে অঘোষিত ফাইনালে মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ডিপিএলের শিরোপা ঘরে তোলে আবাহনী।
প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হকের ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর শুরুটা কিছুটা দুর্বল হলেও, জিশান আলম ও মোহাম্মদ মিঠুনের ফিফটি এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে ৭৮* রানের অপরাজিত ইনিংসে সহজেই জয় তুলে নেয় দলটি।
তবে ম্যাচ শেষে ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। ড্রেসিংরুমে ফেরার পথে মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে গ্যালারি থেকে কটুক্তি ও গালিগালাজ করেন এক দর্শক। এতে মেজাজ হারিয়ে সরাসরি গ্যালারিতে উঠে যান এই সাবেক জাতীয় দলের অলরাউন্ডার এবং দর্শকের কলার চেপে ধরেন বলে জানা যায়।
আরও জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মোহামেডানের কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরা। তাদের হস্তক্ষেপেই গ্যালারি থেকে নেমে আসেন মাহমুদউল্লাহ, যদিও ততক্ষণে ড্রেসিংরুমের সামনে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই খেলোয়াড়দের প্রতি দর্শকদের সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
The post ফাইনাল হেরে দর্শক পেটাতে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ appeared first on Bangladesher Khela.