বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বপার্শ্বে বহুল আলোচিত পুরাতন জমিদারের ৩তলা বিল্ডিং সহ ভিপি “ক” তালিকাভুক্ত সম্পত্তিতে চারটি মামলা চলমান থাকা অবস্থায় টাং নিং (টাকা নিলাম) খরিদ সূত্রে দেখিয়ে বিএস মালিকানার অভিযোগ উঠেছে।সূত্রমতে, এস এ জরিপ শুরু হয়েছে ১৯৫৫ সালে এবং গেজেট ভুক্ত হয়েছে ১৯৫৬ সালে অথচ উক্ত টাং নিং (টাকা নিলাম) ডিগ্রি ১৯৫৩ সালে দেখানো হয়েছে এবং উক্ত ক্রয়সূত্রে মালিক ব্যক্তি উক্ত সময়ে পেশায় একজন সরকারী রাস্তার পার্শ্বে চা পান বিক্রেতা ছিলেন। উক্ত টাং নিং (টাকা নিলাম) ডিগ্রির মাধ্যমে এস এ মুল খতিয়ান ১৬৮৯ নং খতিয়ানে এসি ল্যান্ড অফিসের পিওন মোঃ হাকিম সহ অফিসের বিভিন্ন লোকের মাধ্যমে রেকর্ড, জমা খারিজ খতিয়ান করে। এবং বিএস রেকর্ড করে দেয় চেইনম্যান মনির। দুটি বিএস খতিয়ানে আবেদনের তারিখ দেখা যায় যথাক্রমে ৫/৬/২০২৪ ও ১৩/৩/২০২৫ ইংরেজী তারিখ।উক্ত সম্পত্তি ১৯৬৬/ ৬৭ সালে সেন্সার লিস্ট তালিকায় “ক” তফসিল ভুক্ত সম্পত্তি। উক্ত সম্পত্তি বিভিন্ন ব্যক্তি সরকারের কাছ থেকে লিজ গ্রহন করে শান্ত শিষ্ঠ ভাবে বর্তমানে বসবাস করে। বর্তমানে বরিশাল জেলা আদালতে এই জমির বিপরীতে চারটি ভিপি মামলা চলমান। যার মামলা নং ১৫৩/১২, ৭০৩/১৩, ৩৩৬৭/১২, ৮৯১/১৩, এসকল মামলা চলমান থাকা অবস্থায় এবং সরকার থেকে লিজ গ্রহন থাকা স্বত্ত্বেও সরকার নিয়োজিত লিজকৃত ব্যক্তিদের উচ্ছেদ করা এবং সম্পত্তি দখল ও সম্পত্তি বেঁচা বিক্রির জন্য যে অশুভ পায়তারা চলমান তা প্রকৃত সৈরাচারীতার শামিল।বিস্তারিত আরো আসছে……

The post জুলাই আগস্টের পরে বরিশাল বগুড়া রোডের আলোচিত পুরাতন জমিদার বাড়ির জমি টাকা নিলাম দেখিয়ে মালিকানার অভিযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.