ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ৩০ কেজি ইলিশের পোনা (কাচকি মাছ সহ) বিক্রয়রত অবস্থায় ২ জন মৎস্যজীবী জেলেকে আটক করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় ইউএনও তাদের দুজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এরআগে বিকেলে রাজাপুরের তুলতলা এলাকা থেকে কাচকি মাছ বিক্রিরত অবস্থায় দুই বিক্রিতাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছগুলো স্থানীয় ৪ টি এতিমখানায় বিতরণ করা হয়। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রের উপস্থিতিতে এই ভ্রম্যমান আদালত পরিচালিত ও সাছ বিতরন করা হয়। আটকৃতরা হলেন বাদুরতলা গ্রামের আবদুল মজিদ ও উত্তমপুর গ্রামের আলমগীর হাওলাদার। উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, বিষখালি নদীতে ইলিশের পোনা নিধন করে তা গ্রামে বিক্রিরত অবস্থায় দুই জেলেকে আটক করে ইউএনওর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের দুজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয়। ইলিশ মাছের পোনা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
The post রাজাপুরের বিষখালি নদীতে ইলিশের পোনা নিধন ও বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদন্ড appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.