
চারটি বড় সড়ক মিলিত হয়েছে একস্থানে। জায়গাটির নাম ‘বারো রাস্তার মোড়’। তবে ঘন ঘন দুর্ঘটনার জন্য স্থানীয়রা এটির নাম দিয়েছেন ‘মরণ রাস্তার মোড়’। সম্প্রতি ‘মরণ রাস্তার মোড়’ লিখে সেখানে ব্যানারও টানিয়ে দেওয়া হয়। স্থানীয়রা সেখানে গোলচত্বর নির্মাণের দাবি জানাচ্ছেন।
সেই গোলচত্বর এখনও নির্মাণ হয়নি। এরই মধ্যে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে একটি দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা সড়কটি… বিস্তারিত