স্টাফ রিপোর্টার: নগরীর বারো রাস্তার মোড়ে গোল চত্বরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।

এলাকাবাসি বলেন, বারো রাস্তার মোড়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। এজন্য এখানে গোল চত্তর নির্মান করা জরুরী। এই দাবীতে এলাকাবাসি রাস্তায় আগুন জ্বলিয়ে বিক্ষোভ করে। দাবী না মানা হলে আরো বৃহৎ আন্দোলনের ঘোষনা দেন।

The post নগরীর বারো রাস্তার মোড়ে গোল চত্বরের দাবিতে বিক্ষোভ appeared first on সোনালী সংবাদ.