আল-আমিন,বাবুগঞ্জ প্রতিনিধি:
দশম গ্রেডের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে পুরাতন উপজেলা পরিষদ সামনে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টব্যাপী তিন শতাধিক শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সহকারী শিক্ষক মোঃ আল-আমিন সরদারের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক মোঃ ইমাম হাসান এর স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটি সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর। এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক মুহাম্মদ আবুল কাসেম,মোঃ আবদুর রাজ্জাক,মোঃ জামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন রাসেল, মুহাম্মদ সাইদুর রহমান, মোঃ নাসির উদ্দিন, কাজী এনায়েত হোসেন, রুবাইয়া খানম, মৌসুমী, সুব্রত চন্দ্র রায়, মোঃ নেয়ামুল খান, মোঃ সামসুল হক প্রমুখ। বক্তারা বলেন, একটি দেশে সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা ভিত্তি হিসেবে কাজ করে। প্রাথমিকের শিক্ষকরা শিক্ষার সূতিকাগার হিসেবে কাজ করেন। দেশের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক শিক্ষকদের ভূমিকা সব থেকে বেশি। তারপরও দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। যেখানে অষ্টম শ্রেণি পাসের একজন গাড়িচালক বেতন পায় ১২তম গ্রেডে। এ থেকেই বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত। শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে। এজন্য অনতিবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দরকার। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। মানববন্ধনের পর পুরাতন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে নতুন উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা ।
The post ১০ম গ্রেডের দাবিতে বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024