প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়। শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

আজ (বুধবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। নির্ধারিত ওভারে ২ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ। জাওয়াদ আবরার ৩৫ বলে করেন ৩৮ রান। আজিজুল হাকিম ৮৪ বলে ৬৭ আর রিজান হাসান ৩৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক লঙ্কানরা। দলীয় ৫১ রানেই ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। আবার বৃষ্টি হানা দেওয়ার আগে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ।

যুবা টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।

The post টানা দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো যুবারা appeared first on Bangladesher Khela.