স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও আরএমপির অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন,  মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১০ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী আসামি নিখিল চন্দ্র দাস (৪৭) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর বাশার রোড এলাকার মৃত নিরাঞ্জন দাসের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

The post নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৮ appeared first on সোনালী সংবাদ.