খুলনা জেলার বটিয়াঘাটায় জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন হাটবাটী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৬), পলাশ সরদার (৪০), বিপ্লব পাল (৪০), অসীত রায় (৩৫), হিমাদ্রী বিশ্বাস (৩৫), প্রনব বাছাড় (৩৫), জগদীশ সরদার (৫০), মোবারক মোল্লা (৩৫) ও পরিমল বিশ্বাস (৫৫)।
এ সময় তাদের হেফাজত হতে একটি বেতের পাটি, ১টি বস্তা, ২ সেট তাসের বান্ডেল ও নগদ ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ জুয়া চক্রের সাথে জড়িত। তারা অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে জুয়া খেলে থাকে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি মামলা রুজু হয়েছে।
খুলনা গেজেট/এনএম
The post বটিয়াঘাটায় জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.