ধ্যানে মগ্ন পৃথিবীর সবাই
বর্ণাঢ্য খেলায় নেচে বেড়ায়।
আত্মার ভেতরে খুঁজে বেড়ায়
আরেকটি আত্মার বিলয়।
রৌদ্রের খেলা শেষ হয় না।
ধানের শীষে যেমন লুকোচুরি ফুরায় না।
সুবিশাল আকাশের ছায়াতলে
তবু তো মানুষ বেঁচে আছে
এক বুক আশা নিয়ে।
সকল সংবাদের সমাহর
ধ্যানে মগ্ন পৃথিবীর সবাই
বর্ণাঢ্য খেলায় নেচে বেড়ায়।
আত্মার ভেতরে খুঁজে বেড়ায়
আরেকটি আত্মার বিলয়।
রৌদ্রের খেলা শেষ হয় না।
ধানের শীষে যেমন লুকোচুরি ফুরায় না।
সুবিশাল আকাশের ছায়াতলে
তবু তো মানুষ বেঁচে আছে
এক বুক আশা নিয়ে।