বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) এর পাঁচ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি ও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরামুল হামিদ এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। এর আগে, আগামী ১০ মে রুয়ার নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপিপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। তবে, নির্বাচনের দাবিতে অনড় জামায়াতপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা।

উদ্ভুত পরিস্থিতিতে গত বুধবার পূর্বে গঠিত নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী ও অধ্যাপক হাবিবুল হক পদত্যাগ করেন।

The post রুয়া’র নতুন নির্বাচন কমিশন ও অ্যাডহক কমিটি গঠন appeared first on সোনালী সংবাদ.