ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | সিটিজি টাইমস.কম
ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে পেজটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি অপ্রত্যাশিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কিছু অনুপযুক্ত বিষয়বস্তু কিছু সময়ের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই শেয়ার করা হয়েছে বলেও দেখা গেছে। এই অপ্রত্যাশিত বাধার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এই পেজটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের জন্য মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণাধীন, এবং বিষয়টি তদন্ত এবং ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপাতত সম্পূর্ণভাবে পেজটি উদ্ধার না হওয়া পর্যন্ত ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
মন্ত্রণালয়ের যাচাই করা প্ল্যাটফর্মে অফিসিয়াল ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তিসহ অফিসিয়াল আপডেট অব্যাহত থাকবে।
শনিবার (৩ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার পর সেটা বন্ধ করে দেওয়া হয়।
The post পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড নিয়ে তদন্ত শুরু appeared first on Ctg Times.