নতুন উদ্যোক্তাদের জন্য ‘জিরো টাকায় বিজনেস’ নামের একটি যুগান্তকারী বই নিয়ে এসেছেন লেখক ও সাংবাদিক মিজানুর রহমান সোহেল। রকমারি ডটকম, প্রথমা ডটকম, বুকস কর্নার, ওয়াফিলাইফ ডটকম, ই-জননী ডটকমসহ দেশের সকল অনলাইন বই বিক্রয়ের প্লাটফর্মে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে। বিশেষ ছাড়ে প্রি-অর্ডার চলবে আগামী ৮ মে পর্যন্ত।
নতুন বই সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে,… বিস্তারিত