গরুর বাছুরটি দেখতে কিছুটা অদ্ভুত। আবার অনেকটা অলৌকিক বললেও ভুল হবে না। গাভীর পেট থেকে এমনই এক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়ায়। সদ্য ভূমিষ্ঠ বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ রয়েছে। এ নিয়ে উপজেলা ও আশেপাশের এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, গ্রীক পুরাণে শক্তিশালী, একচোখা দৈত্য ছিল, যারা জিউসকে টাইটানদের পরাজিত করতে সাহায্য করেছিল… বিস্তারিত