বান্দরবানে থানচি উপজেলার তিন্দু এলাকায় আজ সোমবার এক খেয়াং নারীর (২৯) লাশ উদ্ধার করা হয়েছে। নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কের নালার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।