স্টাফ রিপোর্টার: ইউসেপ রাজশাহী টিভিইটি ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মেশিন শপ প্র্যাকটিস ও ওয়েল্ডিং ট্রেড এর উদ্বোধনী অনুষ্ঠান ইউসেপ রাজশাহী রিজিওনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সোমবার ঝওঈওচ-ইঊওঙঅ প্রোগ্রাম এর আওতায় অনুষ্ঠানে ইউসেপ রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার, হেড অব টিভিইটি  ইন্সটিটিউট, সোসাল ইন্ক্লুশন ও এম্পøয়মেন্ট টীমের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ২টি ট্রেডের ৫০ জন প্রশিক্ষণার্থী  উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ঝওঈওচ-ইঊওঙঅ প্রোগ্রাম এর এ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর (টিএমএ) আলাউদ্দিন প্রশিক্ষণার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ইউসেপ রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার প্রজেক্টের বিস্তারিত তথ্য প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরেন এবং প্রশিনার্থীদের করণীয় বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

The post ইউসেপের মেশিন শপ প্র্যাকটিস ট্রেড’র উদ্বোধন appeared first on সোনালী সংবাদ.