গত শতকের তিরিশের দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তিনি সিলেট সফরে আসেন। তাঁর স্মৃতিকে অম্লান করে রাখতেই এই ব্রিজ নির্মাণ ও নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নামানুসারে। তিনি ১৯৩২ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত আসামের গভর্নর ছিলেন।