বানারীপাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্যে যাত্রীবাহী ট্রলার থেকে নামিয়ে আবুল কালাম বালী (৫৮) নামের এক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়া হয়েছে। এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বরিশালের বানারীপাড়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্যে যাত্রীবাহী ট্রলার থেকে নামিয়ে আবুল কালাম বালী (৫৮) নামের এক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়া হয়েছে। এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৬ মে) বানারীপাড়া পৌরসভার ফেরীঘাট নামক এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে। কালাম বালী ওই উপজেলার নলশ্রী গ্রামের মৃত শুক্কুর বালীর ছেলে। দীর্ঘদিন তিনি (কালাম) বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বিগত সরকারের আমলে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে আহত কালাম বালী অভিযোগ করেছেন। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে আহত ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাম বালী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে বানারীপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার তার লোকজনের মাধ্যমে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মঙ্গলবার বেলা বারোটার দিকে বানারীপাড়া পৌর শহর থেকে বাজার নিয়ে ট্রলারযোগে বাড়ি ফেলার পথে বিএনপির আহ্বায়ক নান্না হাওলাদারের নেতৃত্বে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ ৮/১০ জনে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ট্রলার থেকে তাকে নামিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে।
চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসান কবির নান্না হাওলাদার বলেন, কেবা কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই।
এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post বানারীপাড়ায় চাঁ*দা না দেওয়ায় আ.লীগ নেতাকে পি*টি*য়ে হাত ভে*ঙে দিল বিএনপি নেতারা! appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.