গৌরনদীতে যাত্রীবোঝাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে যাত্রীবোঝাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। 

 শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 এর ফলে ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের বার্থী এলাকায় বলাকা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১২জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অপরদিকে গত ২৮ সেপ্টেম্বর ভোরে মহাসড়কের বার্থী ইউনিয়নের গাইনের পাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন পিকআপের ধাক্কায় গুরুতর আহত স্থানীয় আকবর ঘরামি শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

The post গৌরনদীতে যাত্রীবোঝাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.