শেক্সপিয়ারের উঠানে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, যদিও দুজনের বয়সের ব্যবধান তিনশো বছর! বয়সের নৈকট্যে নয়, জ্ঞানের গরিমায় তাঁদের এই সহাবস্থান। কী, অবাক লাগছে শুনে! তবে আসুন শুনি সে সত্য।