কলাপাড়া ( পটুয়াখালী ) সংবাদদাতা।

পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক ৫ মন লইট্টা, ৩ মন ডাডি, ৩ মন টাইগার চিংড়ি ও দেড় মন পোয়াসহ মোট সাড়ে ১২ মন মাছ জব্দ করেছে পায়রা বন্দর কোষ্টগার্ড। সোমবার শেষ বিকালে পৌর শহরের লঞ্চঘাট এলাকার একটি লঞ্চ থেকে এসব মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাছ রাঙ্গাবালী থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে কলাপাড়ায় নিয়ে আসা হচ্ছিলো বলে জানায় কোষ্টগার্ড। এসব মাছের আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।

The post কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.