সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের আগে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে শন টেইটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার চলতি মাসের শেষদিকে দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছে বোর্ড। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি হয়েছে টেইটের সঙ্গে।
আন্দ্রে অ্যাডামসের বিদায়ের পর থেকেই গুঞ্জন চলছিল, নতুন কোচ হতে পারেন টেইট। অবশেষে গতকাল সেই গুঞ্জনেরই সত্যতা মিলল। বিপিএলে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের পেসারদের সম্পর্কে ভালো ধারণা রয়েছে টেইটের। তার নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
জাতীয় দলের খেলোয়াড়রাও এই নিয়োগে সন্তুষ্ট। মঙ্গলবার (১৩ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তিনি বলেন, ‘দেখেন, শন টেইটের সঙ্গে এর আগে আমি বিপিএলে কাজ করেছি। আমি যখন চিটাগংয়ের অধিনায়ক ছিলাম, তখন তিনি আমাদের কোচ ছিলেন। আমার কাছে মনে হয়েছে, ওর সঙ্গে বোঝাপড়াটা খুবই ভালো ছিল। একজন মানুষ হিসেবে তিনি অনেক ভালো—দয়ালু, সহযোগিতাপরায়ণ।’
টেইটের মতো মেধাবী ও ইতিবাচক মানসিকতার কোচ দলের জন্য মঙ্গলজনক হবে বলেই মনে করেন মিরাজ। তার ভাষ্যে, ‘এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে জানি, উনি খেলোয়াড়দের অনেক সাপোর্ট করেন। আর তিনি নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলে, তাই ভালো করেই জানেন কী করতে হয়। আমার মনে হয়, আমাদের দলের জন্য এটা একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
বিপিএলে কাজ করলেও এবারই প্রথম জাতীয় দলের দায়িত্বে আসছেন ৪০ বছর বয়সী এই অজি স্পিডস্টার। মাঠে যেমন আগুন ঝরাতেন, এবার তেমনই পেসারদের নতুন জ্বালাও বের করে আনতে পারবেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।
The post শন টেইটকে বোলিং কোচ করা ‘ইতিবাচক’ সিদ্ধান্ত, বলছেন মিরাজ appeared first on Bangladesher Khela.