দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপি কর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। ওসি বলেন, গত রোববার র‌্যাব-৫ রাজশাহীর একটি দল ভোরে কক্সবাজারের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ৫ জন হলেন- উপজেলার তরিপতপুর গ্রামের আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীর আদালতে আবেদন করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ।

মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছিল। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হলো।

এদিকে, আসামিদের গ্রেপ্তারের দাবিতে একাধিকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

The post বিএনপি কর্মী মকবুল হত্যার ৫ আসামিকে কারাগারে প্রেরণ appeared first on সোনালী সংবাদ.