১৩ মে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঠাকুরগাঁও প্রেসক্লাব পাবলিক লাইব্রেরী মাঠে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মোঃ শরিফুল ইসলাম শরিফ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, ঠাকুরগাঁও পৌর শাখা। ঠাকুরগাঁও শহরের সবচেয়ে বড় মেলা এটি।
প্রতিবছরের মতো মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দোকানিরা এবারেও এসেছে। এবার মেলায় তৈরী পোশাক, সাংসারিক বিভিন্ন প্রকার আসবাবপত্র, ছোট বাচ্চাদের খেলনায় ভরপুর। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক স্টল অংশ নিয়েছে। স্থানীয়রা বলছেন, মার্কেটে যেসব পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে তাই পাওয়া যাচ্ছে। কিন্তু সুবিধার মধ্যে মার্কেটের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে এ মেলায়।
পারভেজ নামে এক ক্রেতা জানান, সব পণ্যই ভাল লেগেছে, কিছু কিনেছি আরও কিছু কিনব। দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, দাম খুব বেশি না, হাতের নাগালে রয়েছে। মেলায় আসা এক স্কুল শিক্ষক বলেন, যেই মেলাই হোক না কেন মেলা আমাদের দেশের ঐতিহ্য, মেলায় এসেছি আমার ছোট মেয়েকে নিয়ে ঘোরাও হলো ভাল কিছু কেনাও গেলো। বিশেষ করে মেলার বড় সুবিধা হচ্ছে একই স্থানে বিভিন্ন পণ্যসামগ্রী পাওয়া যায়।